যে কোনো ধরনের প্রাণীকে আগুনে পুড়িয়ে মারা মাকরুহ তাহরিমি। হাদিস শরিফে এ ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা এসেছে। আর ইলেক্ট্রিক ব্যাট দিয়ে যেহেতু মশা এ জাতীয় ক্ষুদ্র পোকা পুড়িয়ে ভস্ম হয়ে যায়, তাই ইলেক্ট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েয হবে না। [সহি বুখারি : ৩০১২; রদ্দুল মুহতার, ৬/২২৩; মাসায়েলে শাত্তা, ১০/৫১৭]
One Comment to 'ইলেক্ট্রিক ব্যাট দিয়ে মশা মারার শরয়ি বিধান'
ইমদাদুল্লাহ
January 7, 2017 at 3:11 pmঅজানা একটা মাসয়ালা জানা হলো ।