প্রশ্নঃআমরা জানি মাইয়াত কবরে রাখার আগেই মাইয়াতের জানাযা পড়া ফরযে কিফায়া এখন আমার জানার বিষয় হলো যদি কোন মাইয়াত জানাযা ছাড়া দাফন করা হয়,তাহলে ঐ মাইয়াতের কবরের উপর কতদিন পর্যন্ত জানাযা পড়তে পারবে?
উত্তরঃ জানাযা বিহীন কবরস্থ লাশ ফুলা ও ফাটার আগ পর্যন্ত কবরের উপর জানাযা পড়ার অবকাশ রয়েছে। সুতরাং প্রশ্নে বর্নিত সুরতে যদি আপনাদের প্রবল ধারণা হয় যে লাশটি অক্ষত আছে।অর্থাৎ ফুলেনী বা ফাটেনী তাহলে তার কবরের উপর তত দিন পর্যন্ত জানাযা পড়তে পারবেন। অন্য থায় পারবেন না।দলিলঃ আবু দাউদ ২/৪৫৮ দুররুল মুখতার ২/২৩৪ ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/২২৬ বাহরুর রায়েক ২/৩১৯ মুহিতুল বোরহানি ৩/৯৬ ফাতাওয়ায়ে মাহমুদিয়া ৮/৬৭১ কিফায়াতুল মুফতী ৫/৪৩৬ ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ৫/৩১২ম
Leave Your Comments