প্রশ্নঃজুময়ার দিন খতীব সাহেব মিম্বারের উপর দাড়িয়ে খুতবা দিয়ে থাকেন তাই আমার জানার বিষয় হল মিম্বরের উপরই কি খুতবা দেওয়া জরুরি?
উত্তরঃঃনামাজ ও খুতবাহ উভয়টাতে রাসুল (সাঃ) এর কৃত পদ্ধতি অবলম্বন জরুরি। নবীজী (সাঃ) মিম্বরের উপর দাড়িয়ে খুতবাহ দিতেন। তাই আমাদের জন্য ও সেভাবেই খুতবাহ দেওয়া জরুরি। তবে শরয়ী গ্রহনযোগ্য কোন ওজর থাকলে ভিন্ন কথা।সেক্ষেত্রে নিচে দাড়িয়ে খুতবাহ দিলেও সহিহ হবে।দলিলঃজামিয়ুত তিরমিজি ১/১১৩ রদ্দুল মুহতার ২/১৬১ ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/২০৮ ফাতাওয়ায়ে হক্কানিয়া ৩/৩৮৬ ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ৫/১১৩।
Leave Your Comments