উত্তরঃ- সিজদা অর্থ হলো কপাল জমিনের উপর রাখা।
সুস্থ ও সামর্থ্যবান ব্যাক্তিদের জন্য সরাসরি জমিনেই সিজদা করা আবশ্যক।
অপারগগণ ইশারায় আদায় করলে যথেষ্ঠ।
সুতরাং চেয়ারে বসে নামাজ আদায়কারী সিজদায় অপারগদের অন্তর্ভূক্ত হওয়ায় ইশারার মাধ্যমে সিজদা করলেই আদায় হয়ে যাবে। এক্ষেত্রে লক্ষণীয় হলো যতদূর সম্ভব মাথা ঝুকাবে। এটিই উত্তম।
প্রশ্নে বর্ণিত সামনে উঁচু কাঠ ইত্যাদি দেয়ার পদ্ধতিটি উত্তম নয়। এটি পরিহার করা উচিৎ।
– ফাতাওয়ায়ে আলমগীরীঃ- ১/১৯৬, আল হিদায়াহ মায়া ফাতহীল ক্বদীরঃ- ২/৪, আহসানুল ফাতাওয়াঃ- ৪/৫১,
Leave Your Comments