প্রশ্নঃ-আমার বাবা গতমাসে ইন্তেকাল করেছেন। ইন্তকালের আগে তিনি একটি অসিয়তনামা লিখে যান। তাতে লিখা আছে “আমার উপর প্রায় বিশটি কসমের কাফ্ফারা অবশিষ্ট রয়েছে। তোমরা সেগুলো আমার রেখে যাওয়া সম্পদ থেকে আদায় করে দিও”। আমরা সকল ওয়ারিশগন তার কসমের কাফ্ফারা আদায় করতে প্রস্তুত আছি। এখন জানতে চাচ্ছি তার সবকটি কসমের জন্য একটি কাফ্ফারা আদায় করলে যথেষ্ঠ হবে? নাকি প্রত্যেকটির জন্য আলাদা আলাদা কাফ্ফারা লাগবে?

উত্তরঃ- শরয়ী নীতিমালা অনুযায়ী কসম ভঙ্গ করার দ্বারা কাফ্ফারা ওয়াজিব হয়। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যেহেতু ওয়ারিশগন মৃত ব্যাক্তির পক্ষ থেকে কাফ্ফারা আদায় করতে প্রস্তুত, তাই প্রত্যেক কসমের জন্য ভিন্ন ভিন্ন কাফ্ফারা আদায় করতে হবে।

একটি কাফ্ফারা আদায় করা যথেষ্ঠ নয়।

 

-রদ্দুল মুহতার আলা দুররিল মুখতারঃ-৩/৭১৪, ফাতাওয়া তাতারখানিয়াঃ-৬/৩০৪, ফাতাওয়া হাক্কানিয়াঃ-৫/৩৯,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *