প্রশ্নঃ-কোন কাজী যদি বলে আমি আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করবো না। তাহলে কি তার ফায়সালা মেনে নেয়া আবশ্যক?

উত্তরঃ- কোনো ফরজ বিধান অস্বিকার করা কুফরী। আমল না করা ফাসেকী।

সুতরাং প্রশ্নে বর্ণিত ব্যাক্তির উক্তি “আমি আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করবো না” এর দুটি অর্থ হতে পারে।

১/ তা অস্বিকার করা। সে ক্ষেত্রে কাফের বলে গন্য হবে।

২/ স্বীকার করা সত্বেয় কোনো কারণে তার উপর আমল করতে না চাওয়া। এক্ষেত্রে সে ফাসেক বলে গন্য হবে।

প্রথম সূরতে তার ফায়সালা মানা যাবে না। দ্বিতীয় সূরতে মানা যাবে।

 

-রদ্দুল মুহতারঃ- ৫/৩৫৪, ফাতাওয়ায়ে তাতারখানিয়াঃ- ৭/৩১৯,  আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদঃ- ৩/১৩১,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *