উত্তরঃ- শরয়ী নীতিমালা অনুযায়ী কারো উপর শরয়ী হুকুম সাব্যস্ত হওয়ার জন্য মুকাল্লাফ তথা উপযুক্ত হওয়া আবশ্যক।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যেহেতু নাবালেগ শরয়ী হুকুমের মুকাল্লাফ তথা যোগ্য নয়, তাই মান্নত পুরা করা আবশ্যক নয়।
-সুনানে আবি দাউদঃ-২/৬০৫, বাদায়েউস সানায়েঃ-৬/৩২১, আল ফিকহু আলা মাজাহিবিল আরবায়াঃ-২/১১৫, জামেউল ফাতাওয়াঃ-৭/২৩২,
Leave Your Comments