উত্তরঃ- সামাজিক পরিভাষায় কসম নুঝায় এমন বাক্য ব্যাবহার করলে তা কসম বলে গন্য হয়।
সুতরাং প্রশ্নে বর্ণিত উক্তি “যতক্ষণ পর্যন্ত হজ্জ করতে পারবোনা ততক্ষণ পর্যন্ত বিবাহ করবো না” দ্বারা সামাজিক পরিভাষায় কসম বুঝালে তা কসম বলে গন্য হবে। এবং কাফ্ফারা আদায়ের শর্তে বিবাহ করতে পারবে। এর যদি সামাজিক পরিভাষায় কসম না বুঝায় তাহলে কাফ্ফারা দেওয়ার প্রয়োজন নেই।
-আদ দুররুল মুখতার বিহামিশি রদ্দিল মুহতারঃ- ৩/৭১২, ফাতাওয়ায়ে হিন্দিয়াঃ- ২/৫৬, আল ফিকহুল ইসলামীঃ- ৩/৪০,
Leave Your Comments