উত্তরঃ- শরী নীতিমালা অনুযায়ী জানা যায় ওয়াকফ সহিহ হওয়ার জন্য শর্ত হলো মালিকানাধীন হওয়া।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যৌথ সম্পত্তির সকল মালিক যদি এক সাথে দিয়ে দেয় তাহলে সহিহ হবে। আর যদি এক কেউ দিল কেউ দিলো না এমন হয় তাহলে সহিহ হবেনা।
-আল বাহরুর রায়েকঃ-৫/৩৩০, ফাতাওয়া সিরাজিয়াহঃ-৩৯০, জামিউল ফাতাওয়াঃ- ৭/৭, ফাতাওয়া দারুল উলুম দেওবন্দঃ- ১৩/২০১,
Leave Your Comments