উত্তরঃ- ইসলাম ধর্ম গ্রহনের ব্যাপারে কারো উপর জোর প্রয়োগ করার হুকুম নেই।
সুতরাং কাউকে জোর পূর্বক মুসলমান বানানো যাবে না। এবং জোরপূর্বক ঈমান গ্রহন করলে তার ঈমান গ্রহনযোগ্য হবে না। যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় অন্তরে বিশ্বাস না করে।
-আত তাফসীরুল কাবীরঃ- ৪/১৭, ফয়জুল বারীঃ- ১/১২২, ইনয়ামুল বারীঃ- ১/২৯৪-২৯৫,
Leave Your Comments