প্রশ্নঃ- টয়লেটের পাঁ দানিতে তথা কমেটের উপরিভাগে কাপড় পড়লে ঐ কাপড় কি নাপাক হবে? নাকি পাক থাকবে?

প্রশ্নঃ- টয়লেটের পাঁ দানিতে তথা কমেটের উপরিভাগে কাপড় পড়লে ঐ কাপড় কি নাপাক হবে? নাকি পাক থাকবে?

উত্তরঃ- শরীয়তে দৃষ্টিতে ইস্তেঞ্জায় ব্যবহৃত পানি নাপাক।

সুতরাং প্রশ্নোল্লিখিত সূরতে পাঁ-দানিতে ইস্তেঞ্জায় ব্যবহৃত পানি জমে থাকা অবস্থায় কাপড় পরার দ্বারা কাপড় নাপাক হয়ে যাবে আর যদি শুকনো বা ধৌতকৃত পা-দানিতে কাপড় পড়ে তাহলে কোন অসুবিধা নাই।

١-

وقال محمد رحمه الله وطاهر فإن أصاب ذلك الماء ثوبا إن كان ماء الاستنجاء واصابه اكثر من قدر الدرهم لا تجوز فيه الصلاة . فتاوى قاضيخان : 1/15

٢-

الارض تطهر باليبس وذهاب الاثر للصلاةلا للتيمم .  الفتاوى الهندية : 1/99

٣-

وان اصابت الارض نجاسة فجفت بالشمس وذهب اثرها جازت الصلاة على مكانها . مختصر القدورى : 18

٤-تبيين الحقائق :  1/88

٥-الفتاوى التاتار خانية : 1/461

٦-البحر الرائق ج١ص٣٩١

٧-الدرالمختار ج١ص٣١١

٨-كفايت المفتى ج٣ص٣٦٧

٩-فتاوى محمودية ج٥ص٢٢٨

١٠-آپ كى مسائل اوران كاحل ج٣ص١٧٧

 

উত্তর প্রদানে,

মুফতি মুহাম্মাদ শামছুদ্দোহা আশরাফী

প্রিন্সিপাল ও প্রধান মুফতি:

জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম বাউনিয়াবাদ, মিরপুর ১১, পল্লবী,ঢাকা ।

খতিব :

সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ, ধানমন্ডি, ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *