উত্তর-হ্যাঁ,দরজা, জানালা ও ঝুলন্ত কেলেন্ডারে লেগে থাকা ধুলায় হাত বুলিয়ে তায়াম্মুম করা যাবে।
- আদ্দুররুল মুখতার ১/৪৫১, ফাতওয়ায়ে শামি ১/৪৫২, বাদায়েয়ুস সানায়ে ১/৩৪০,১/৬৭৮,আহসানুল ফাতওয়া ৩/২৯৯
- উত্তর প্রদানে-মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা ,প্রিন্সিপাল ও প্রধান মুফতী- জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম ঢাকা,খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments