উত্তরঃ- ওয়াকফকারীর নিয়ত অনুযায়ী ওয়াকফকৃত বস্তু ব্যাবহার করা উচিৎ।
সুতরাং মসজিদের মাইক নির্দৃষ্ট খাতে ব্যাবহারের জন্য ওয়াকফ করলে সে খাতেই ব্যবহার করতে হবে। অন্যত্র ভাড়া দেওয়া বৈধ নয়। আর নির্দৃষ্ট খাতে ওয়াকফ না করে মসজিদের উন্নয়ন কল্পে ওয়াকফ করলে তা ভাড়া তেয়া বৈধ হবে।
-রদ্দুল মুহতারঃ- ৪/৩৬৭, আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদঃ- ২/৩৭০, ফাতাওয়া মাহমুদিয়াঃ- ১৫/৪১,
Leave Your Comments