উত্তরঃ মসজিদের মোতাওয়াল্লীর জন্য টাকা-পয়সা পণ্য সামগ্রী মসজিদের কাজে ব্যবহার করার অনুমতি আছে। ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি নেই। সুতরাং প্রশ্নে বর্ণিত মোতাওয়াল্লীর জন্য মসজিদের টাকা ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা ঠিক নয়। কখনো ব্যবহার করে ফেললে তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়া আবশ্যক।দলিলঃ ফাতাওয়ায়ে হিন্দিয়া ২/৩৮৪ ফাতাওয়ায়ে বাজজা জিয়া ৩/১৩৪-১৪৪ ফাতাওয়ায়ে হাক্কানিয়া ৫/১০৬ ফাতাওয়ায়ে মাহমুদিয়া ২৩/৯৬।
Leave Your Comments