প্রশ্নঃ- রাসূল সাঃ এর দেহ মোবারকের ছায়া পড়তো না। এ কথাটা কি সঠিক?

উত্তরঃ- রাসূল সাঃ এর ছায়া না থাকার বিষয়টি জাল ও জয়ীফ রেওয়ায়েতে বর্ণিত হয়েছে। অথচ তার বিপরিতে সহীহ বর্ণনার দ্বারা রাসূল সাঃ এর ছায়া থাকার বিষয়টি প্রমাণিত।

সুতরাং “রাসূল সাঃ এর দেহ মোবারকের ছায় পড়তো না” কথাটি সহীহ নয়।

 

-হাদিউল আরওয়াহঃ-২২, কিফায়াতুল মুফতীঃ- ৩/১১৮,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *