উত্তরঃ শরীয়তের বিধানে রোযা ভঙ্গের সুনির্দিষ্ট কিছু কারণ রয়েছে সেগুলো পাওয়া গেলে রোজা নষ্ট হয়ে যাবে অন্যথায় রোজা নষ্ট হবে না। আর দুর্গন্ধযুক্ত ঢেকুর আসা রোজা ভঙ্গের কারণ সমূহ অন্তর্ভুক্ত নয়। বিধায় দুর্গন্ধযুক্ত ঢেকুর আসলে রোজা নষ্ট হবে না।দলিলঃ হেদায়া ১/২১৮ রাদ্দুল মুহতার ৪/৪৫০ ফাতাওয়ায়ে মাহমুদিয়া ২২/৩৬৬ মাসায়েল রাফাত কাসেমী ৪/৪১।
Leave Your Comments