প্রশ্নঃ- সম্পদ ওয়াকফ করার পর তা কার মালিকানায় যায়? এবং ওয়াকফকৃত সম্পদ কারা পরিচালনা করবে? এবং এ পরিচালনা কমিটি কে নির্ধারণ করবে? সম্পদের মালিক নাকি অন্য কেউ?

উত্তরঃ- কোনো বস্তু ওয়কফ পূর্ণ হওয়ার পর আল্লাহর মালিকানায় চলে যায়। তার পরিচালনা সংশ্লিষ্ঠ ব্যাক্তি বর্গরাই করবে। কমিটি নির্ধারণের ক্ষেত্রেও সংশ্লিষ্ঠরাই অধিক হকদার। তারা অপারগ হলে প্রশাসন তা নির্ধারণ করে দিবে।

 

-আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদঃ- ২/৩২৫, আল ফিকহুল হানাফী ওয়া আদিল্লাতুহুঃ- ৩/১৬১, জামিউল ফাতাওয়াঃ- ৭/১,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *