উত্তর: শরয়ী দৃষ্টিতে মুসলিম রাষ্ট্রের কাফের এবং মুসলমান কিছু কিছু বিধানের ক্ষেত্রে একই রকম। সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে অমুসলিমরা নিঃশর্তে ও মুক্ত হস্তে মাদরাসা মসজিদে দান করলে তাদের দান গ্রহণ করা যাবে।
হিদায়া ৪-২৫৭, আলইখতিয়ারু লিতালিল মুখতার ২-৬৩২, ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ ১৮-১৭৬
Leave Your Comments