উত্তর- শরয়ী দৃষ্টিতে বন্ধকী বস্তু থেকে উপকৃত হওয়া বৈধ নয়। চাই তার মালিক মুসলিম হোক অথবা অমুসলিম।
সুতরাং প্রশ্নেবর্ণিত অমুসলিম সম্প্রদায় থেকে নেয়া বন্ধকী জমি চাষাবাদ করার অনুমতি নেই। কিছু কিছু উলামায়ে কেরাম “দারুল হরব”তথা কাফের দেশে তাদের দৃষ্টিতে অনুমোদন থাকা সাপেক্ষে বন্ধকী জমি থেকে উপকৃত হওয়ার অনুমোদনের কথা বলেছেন। কিন্তু অধিক সতর্কতাবশত ওইসব দেশেও এধরনের লেনদেন থেকে বেঁচে থাকাই উত্তম।
– আদ্দুররুল মুখতার ৫/১৮৬,বাহরুর রায়েক ৬/২২৬,এলায়ুস সুনান ১৪/৩৩৩,ফাতওয়ায়ে হক্কানিয়া ৬/২৩৩,কিফায়াতুল মুফতী ১১/৫৮১
Leave Your Comments