উত্তর:- নাম রাখার ক্ষেত্রে ইসলামের অনুশাসন হলো, এমন শব্দ নির্বাচন করতে হবে, যাতে কোন প্রকার শিরক বা শিরকের গন্ধও না থাকে। আর আব্দুন নবী বা আব্দুর রাসূল জাতীয় শব্দে আবদ (গোলাম বা দাস) শব্দ আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো সাথে যুক্ত করায় শিরকের আশংকা তৈরী হয়েছে। বিধায় এজাতীয় শব্দ দ্বারা নাম রাখা যাবে না।
মিশকাতুল মাসাবীহ – পৃ.৪০৭; রদ্দুল মুহতার- ৬/৪১৮; ফাতাওয়া হিন্দিয়া – ৫/৪১৮; ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ – ১৬/৫৫০।
Leave Your Comments