উত্তর: শরীয়তের দৃষ্টিতে মুনাফার শর্তে ঋণ আদান-প্রদান করা হারাম।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যে অতিরিক্ত টাকা পাঠানো হয় তা ঋণ গ্রহিতার টাকা পৌছানোর খরচ হিসাবে পাঠানো হয়। এবং তা বিকাশ কোম্পানী কেটে নিয়ে যায়। আর ঋণদাতা তার মূল টাকাই পেয়ে থাকে। তাই উক্ত অতিরিক্ত টাকা সুদ হওয়ার প্রশ্নই আসে না।
আল বাহরুর রায়েক ৬-২০৭, রদ্দুল মুহতার ৫-৩৫০, আলফিকহুল হানাফি ওয়াআদিল্লাতুহু ৪-৫১৪
Leave Your Comments