উত্তর :- শরীয়তের বিধান মোতাবেক কোন জিনিসের ক্রয়-বিক্রয় সহীহ হওয়ার জন্য শর্ত হলো, বিক্রিত বস্তু বিদ্যমান থাকা ও তা হস্তান্তরযোগ্য হওয়া।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে মরিচ ক্ষেতে ফুল আসার পর মরিচ সামান্য বড় না হতেই খাওয়ার উপযোগী না হলেও গাছে না রাখার শর্তে ক্রয়-বিক্রয় করা জায়েয আছে।
আল হিদায়া – ৩/২৬; রদ্দুল মুহতার – ৪/৫৫৭; কিতাবুল মুফতি – ১১/৯৬; ফাতাওয়া মাহমুদিয়া – ১৬/৯৭।
Leave Your Comments