প্রশ্ন:- আমাদের এলাকায় একটি মসজিদ পুনঃনির্মাণ করা হচ্ছে। মসজিদ কমিটি নিচতলা মার্কেট ও উপর তলা মসজিদ হিসেবে রাখতে চাচ্ছে। জানার বিষয় হলেঅ মসজিদের নিচতলা মার্কেট বানানো যাবে কি না?

উত্তর :- শরীয়তের বিধানানুযায়ী যদি কোন মসজিদ নির্মাণ শুরু থেকে মসজিদের নিচতলা দোকান বা অন্য কোন কাজের ঘর বানানোর নিয়ত করা হয় তাহরে তা বানানো জায়েয আছে।

তাই কোথাও মসজিদ বানালে প্রথমেই যদি নিচতলাকে অন্য কাজে ব্যবহার করার নিয়ত করে তাহলে ঠিক আছে। অন্যথায় কোন জায়গাকে একবার মসজিদ হিসেবে ওয়াকফ বা ব্যবহার করার পর তাকে আবার অন্য কোন কাজে ব্যবহার অবকাশ নাই।

 

ফাতাওয়া শামি –  ৪/৩০৭; আল বাহরুর রায়েক – ৫া/৪১৮-৪২১; ফাতাওয়া হাক্কানিয়া – ৫/১২৫।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *