প্রশ্ন :- আমাদের গ্রামের এক গরীব ব্যক্তির ছেলে কঠিন রোগে আক্রান্ত হয়। তখন ঐ ব্যক্তি মান্নত করে- ছেলে যদি সুস্থ হয় আগামী ঈদে একটি ছাগল কুরবানী করব। পরবর্তীতে ঐ ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়। এখন জানার বিষয় হল, পরবর্তী ঈদে তাকে কয়টি কুরবানী করতে হবে? ওয়াজিব কুরবানী আদায়ের দ্বারা কি মান্নত আদায় হয়ে যাবে, নাকি মান্নতের জন্য পৃথক কুরবানী করতে হবে?

উত্তর:- প্রশ্নোক্ত ক্ষেত্রে মান্নতের পরে ঐ ব্যক্তি যেহেতু নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে তাই তাকে দুটি কুরবানী করতে হবে। একটি সাধারণ ওয়াজিব কুরবানী, অপরটি মান্নতের কুরবানী। একটি কুরবানী উভয়টির জন্য যথেষ্ট হবে না। আর মান্নতের কুরবানীর গোশত সে ও তার পরিবার খেতে পারবে না। গরীবদেরকে দান করে দিতে হবে।

 

খিযানাতুল আকমাল ৩/৫৪৪; আলমুহীতুল বুরহানী ৮/৪২০; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩২০; বাদায়েউস সানায়ে ৪/১৯৫; রদ্দুল মুহতার ৩/৭৩৭

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *