উত্তর:- প্রশ্নোক্ত ক্ষেত্রে মান্নতের পরে ঐ ব্যক্তি যেহেতু নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে তাই তাকে দুটি কুরবানী করতে হবে। একটি সাধারণ ওয়াজিব কুরবানী, অপরটি মান্নতের কুরবানী। একটি কুরবানী উভয়টির জন্য যথেষ্ট হবে না। আর মান্নতের কুরবানীর গোশত সে ও তার পরিবার খেতে পারবে না। গরীবদেরকে দান করে দিতে হবে।
খিযানাতুল আকমাল ৩/৫৪৪; আলমুহীতুল বুরহানী ৮/৪২০; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩২০; বাদায়েউস সানায়ে ৪/১৯৫; রদ্দুল মুহতার ৩/৭৩৭
Leave Your Comments