উত্তর :- শরয়ী বিধানুযায়ী বন্ধক গ্রহীতা যদি বন্ধকি বস্তুকে ইজারা নেয়। তাহলে তার বন্ধক বাতিল হয়ে যায়। আর নতুনভাবে ইজারা চুক্তি জারি হবে।
তাই প্রশ্নোক্ত সুরতে তাদের সাইকেল বন্ধক রাখার চুক্তি বাতিল হয়ে যাবে। ইজারা চুক্তি জারি হয়ে যাবে। পরে বন্ধক হিসেবে রাখতে চাইলে নতুন করে চুক্তি করতে হবে।
রদ্দুল মুহতার – ২৭/৪১৯; আল ইনায়াহ ১৫/৬৪; কিফায়াতুল মুফতি – ১১/৫৮৬।
Leave Your Comments