প্রশ্ন:-আমি একজন গরীব ব্যক্তি। তদুপরি কোরবানীর নিয়তে একটি গরু ক্রয় করি। কিন্তু বন্যার কারণে গরুটিকে কোনভাবেই রাখা সম্ভব হচ্ছে না। জানার বিষয় হল,উক্ত পশুটি এখন কি করব?

উত্তর:-নেসাবের মালিক নয় এমন ব্যক্তি কোরবানির দিনসমুহের পুর্বে কোরবানীর নিয়তে পশু ক্রয় করলে তার উপর কোরবানী হলেও তা নির্দিষ্ট হয় না। বরং পরিবর্তনের সুযোগ থাকে। কিন্তু যদি কোরবানির দিনসমুহের মধ্যে ক্রয় করে তাহলে তা নির্দিষ্ট হয়ে যায়েএক্ষেত্রে পরিবর্তন বা বিক্রয় করা যায় না। 

সুতরাং প্রশ্নেবর্ণিত সুরতে পশুটি বিক্রি করতে পারবে এবং কোরবানীর দিনসমুহের মধ্যে সমপরিমাণ মুল্যের একটি পশু ক্রয় করে কোরবানী দিবে। আর যদি সম্ভব না হয় এবং কোরবানীর দিনগুলো অতিবাহিত হয়ে যায় তাহলে বিক্রিত মুল্য পুরোটাই সদকা করে দিতে হবে।

বাদায়েয়ুস সানায়ে ৬/৩০৮,রদ্দুল  মুহতার ৬/৩২১ ,ফাতওয়ায়ে তাতারখানিয়া ১৭/৪১১,ফাতওয়ায়ে হিন্দিয়া ৫/৩৩৯ ফাতওয়ায়ে রহিমিয়া ১০/২৮.

উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *