উত্তর: প্রশ্নেবর্ণিত সূরতে ৬ জনের কুরবানী সহীহ হবে। আর যে ব্যক্তি কাযার নিয়্যাত করেছে, তা বাতিল হয়ে যাবে এবং তার পক্ষ থেকে নফল বলে গন্য হবে। উক্ত ব্যক্তির জন্য ক্বাযার পরিবর্তে মধ্যম ধরনের একটি বকরীর মূল্য সকদা কর জরুরী।
-রদ্দুল মুহতার-৯/৪৭২, ফাতাওয়ায়ে রহীমিয়্যাহ-২/৮০.
Leave Your Comments