প্রশ্ন : এক বৃদ্ধ মা বাবা তাদের তিন ছেলে সন্তানের একজন তাদের খোঁজ খবর রাখে এবং তাদের আর্থিক চাহিদা পূরণ করে। আর বাকি দুই ছেলে সামর্থ্য থাকা সত্ত্বেও তাদের খোঁজ খবর রাখে না এবং তাদের চাহিদা পূরণ করে না বরং তাদের সাথে খারাপ ব্যবহার করে এবং তাদের শরীরে হাত তোলে। এমন কি তাদের পরিচয় ও দিতে চায়না। উপরন্তু বাবা তার সম্পত্তি অংশ হিসাবে প্রত্যেক কে দিতে চাইলেও তারা সে সম্পদ নিতে সম্পূর্ণ অস্বীকৃতি জানায়। এমতাবস্থায় বাবা তার সম্পত্তি বাধ্য সন্তান কে দিয়ে দিলে গোনাহ্গার হবে কি না‌‌? নাম : রবিউল ইসলাম মোবাইল:০১৭২৩১২৭৮০০

বিষয়-হেবা প্রসঙ্গ

আপনার প্রশ্নের শরয়ী সমাধান :
শরয়ী দৃষ্টিতে পিতা জীবদ্দশায় স্বীয় সম্পদ সন্তানদের কে সমান হারে হেবা তথা দান করতে পারবেন।
তবে শরীয়ত সম্মত কোনো কারণ থাকলে কম বেশি করা বা কাউকে বঞ্চিত করার অবকাশ আছে।
সুতরাং প্রশ্নে বর্ণিত বিবরণ অনুযায়ী পিতা তার বাধ্য সন্তান কে সমস্ত সম্পদ দিয়ে দিলে গোনাহগার হবেন না।

শরয়ী দলীল সমূহ –
١-بداءع الصناءع ٨/١٣٢ ٠دار الحديث القاهرة.
ولو نحل بعضا وحرم بعضا جاز٠٠٠٠٠٠٠٠٠واما على قول المتاخرين منهم لا باس ان يعطي المتادبين منهم والمتفقهين دون الفسقة الفجرة٠
٢-الفتاوى التاتارخانية ١٤/٤٦٢ مكتبة زكريا بديوبند٠
وعلى جواب المتاخرين لا باس بان يعطي من اولاده من كان متادبا٠
٣-تكملة فتح الملهم ٨/٤٦،المكتبة الاشرفية بديوبند٠
أن الوالد ان وهب لاحد أبناءه ههبة اكثر من غيره اتفاقا او بسبب علمه او عمله او بره بالوالدين من غير ان يقصد بذلك اضرار الآخرين ولا الجور عليهم كان جاءزا على قول الجمهور ٠
٤-كتاب النوازل ١٨/٢٣١ ٠المركز العلمي٠
جواب :شریعت میں حق وراثت سے محروم کر دینے کی وصیت کا کوئی اعتبار نہیں ہے لہٰذا مسئولہ صورت میں مذکورہ نافرمان بیٹے وصیت کی وجہ سے وراثت سے محروم نہ ہوگا
البتہ یہ بات ممکن ہے کہ آپ کل مال اپنی زندگی میں دیگر فرماں بردار اولادوں میں برابر تقسیم کرکے انہیں قابض و مالک بنادیں او نافرمان بیٹے کو کچھ نہ دے اسکی شرعا گنجائش ہے اسکی وجہ سے آ پ سے آ خرت میں کوئی مواخذہ نہ ہوگا

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *