প্রশ্ন: এক মাদরাসার মুহতামিম/জিম্মাদারের নিকট মাদরাসার কিছু টাকা আমানত ছিল। অত:পর ঐ টাকা চুরি হয়ে গেল। এখন জানার বিষয় হল মুহতামিম/জিম্মাদারের উক্ত টাকা জরিমানা দিতে বাধ্য দিতে কি না?

উক্তর: প্রশ্নেবর্ণিত মাদরাসার মুহতামিম/জিম্মাদার যদি ঐ টাকা যথাযথভাবে হেফাযত করার পরও চুরি হয়ে থাকে, তাহলে জরিমানা দিতে হবে না।

– আদ্দুররুল মুখতার- ৮/৪৫৫, রদ্দুল মুহতার- ৮/৪৫৫, বাদায়েউস সানায়ে‘- ৮/৩৬৩.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *