উত্তর: শরয়ী নীতিমালা অনুযায়ী ওয়াক্ফকারী ব্যক্তি ওয়াকফের সাথে সাথে শরীয়ত মোতাবেক কোন শর্ত করলে তার উপর আমল করা ওয়াজিব।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে ওয়াক্ফকারী ব্যক্তি যদি ওয়াক্ফকালীন তা থেকে উপকৃত হওয়ার শর্ত করে থাকে তাহলে উপকৃত হতে পারবে, অন্যথায় নয়।
মাজমাউল আনহার ২-৫৭৪, আলআশবাহ ওয়ান নাজায়ের ২-২২৮, আদ্দুররুল মুখতার আলা রদ্দিল মুহতার ৬-৫৮৮, ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ১৩-১৪৩
Leave Your Comments