প্রশ্ন: কবরস্থান বা ঈদগাহের ওয়াক্ফকৃত জমির ঘাস ইত্যাদি বিক্রি করার হুকুম কি?

উত্তর: শরয়ী দৃষ্টিতে ওয়াক্ফকৃত বস্তু থেকে উৎপন্ন জিনিস বিক্রি করে ওয়াক্ফকৃত বস্তুর সংস্করণ ইত্যাদি করা জায়েয।

সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে কবরস্থান ও ঈদগাহ ইত্যাদির ওয়াক্ফকৃত জমির উৎপন্ন ঘাস বিক্রি করা জায়েয আছে।

ফাতাওয়ায়ে কাজীখান ৩-২১৮, রদ্দুল মুহতার ৬-৬৬৪, ইমদাদুল ফাতাওয়া ২-৫৯৩

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *