উত্তর: বিচারক কোন আমলই সাক্ষী হতে পারবে না, কাজীও সাক্ষী ভিন্ন হওয়া আবশ্যক। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে কাজী সাহেব যে মামলায় ফায়সালা দিবে সেই মামলায় সাক্ষী হতে পারবে না, অন্য মামলায় পারবে।
সূরা তালাকা ২, ফাতাওয়ায়ে বাজ্জাজিয়্যাহ ২/১১৫, ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ১৫/১২৭
Leave Your Comments