প্রশ্ন:- কাদীয়ানিদেরকে যমিন ভাড়া নেওয়া জায়েয আছে কি না?

উত্তর :- শরয়ী দৃষ্টিতে  বৈধ  এমন যে কোন জিনিসের শরীয়া সম্মত পন্থায় যে কোন  ধর্ম ও মতবাদের লোকদের সাথে লেন-দেন করা যাবে। তবে, সম্ভব হলে ভিন্ন মতালম্বীদের সাথে লেন-দেন করা থেকে বিরত থাবে।

 

আদ দুররুল মুখতার – ৬/৩৯২; ফাতাওয়া কাজিখান – ২/২০৫; কিফায়াতুল মুফতি – ১১/৪৪৯।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *