উত্তর: অন্যায়ের আশংকা না থাকলে রাষ্ট্রীয় বিচারক হিসাবে দায়িত্ব পালন করা বৈধ।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে কাফের বাদশা যদি ন্যায় বিচার থেকে বাধা না দেয়। তাহলে তার পক্ষ থেকে বিচারকের জিম্মাদারী নেয়া জায়েয হবে। তবে যদি অন্যায় রায় দিতে বাধ্য হওয়ার আশংকা থাকে তাহলে এমন আসনে অধিষ্ঠিত না হওয়াই উত্তম।
হিদায়া ৩-১৩৩, আদ্দুররুল মুখতার আলা রদ্দিল মুহতার ৫-৩৬৮, আলফিকহুল হানাফি ফি সাওবিহিল জাদীদ ৩-১৩১
Leave Your Comments