উত্তর: জিহাদ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান, যা কেয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোন স্থানে বিদ্যমান থাকবে। কুরআন সুন্নাহ থেকে এমনটাই বুঝা যায়।
সুতরাং প্রশ্নে বর্ণিত ব্যক্তির উক্তিটি ব্যাখ্যা সাপেক্ষ। যদি তিনি পরিবেশ- পরিস্থিতি বিশ্লেষন করে জিহাদের ধারাবাহিকতা না থাকার কথা বুঝাতে চান তাহলে শরয়ী দৃষ্টিতে ঈমান শুন্য হবে না। তবে এ ধরণের কথা মানুষকে ধীরে ধীরে জিহাদের অস্বীকারী বানিয়ে দেয়। যা ঈমান ভঙ্গের কারণ। তাই এ থেকে বেঁচে থাকা জরুরী।
–আল আনফাল আয়াত – ৩৯, রদ্দুল মুহতার ৬-১৯৭, জাওয়াহিরুল ফিকহ ১-৬৩,
উত্তর প্রদানে-মুফতী মুহা.শামছুদ্দোহা আশরাফী ,প্রিন্সিপাল ও প্রধান মুফতী-রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি,ঢাকা।
Leave Your Comments