উত্তর :- কোন পাপাচার অমুসলিমকে ঘর বা হোটেল ভাড়া দিয়ে ভাড়া গ্রহণ বৈধ। তবে সে কোন পাপ করলে তাকে ঘর বা হোটেল ভাড়া দেয়া মাকরূহ। তবে সে যদি কোন অন্যায় কাজ করে তবে তার থেকে ঘর বা হোটেল তাড়াতাড়ি ফেরৎ নিয়ে নিবে ।
আদ দুররুল মুখতার – ৬/৩৯২; ফাতাওয়া হিন্দিয়া – ৪/৪৮২; ফাতাওয়া রহিমিয়া – ৯/২৯২; ফাতাওয়া কাজিখান – ২/২০৫।
Leave Your Comments