প্রশ্ন: কোন এলাকার চেয়ারম্যান গরীবদের জন্য বরাদ্দকৃত সরকারী টিন নিয়ে নিজের কাজে ব্যবহার করল, জানার বিষয় হলো উক্ত চেয়ারম্যানের কাজটা চুরির মধ্যে গণ্য হবে কি ?

উত্তর: শরয়ী দৃষ্টিতে চুরি বলা হয়; অন্যের সম্পদ তার অনুমতি ব্যতিত গোপনে নেওয়াকে।

সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে চেয়ারম্যান সাহেবের সরকারী টিন নিজে ব্যবহার করাটা চুরির অন্তর্ভূক্ত হবে না; বরং জোরপূর্বক আত্মসাতের অন্তর্ভূক্ত হবে। যাহা মারাত্মক অন্যায় ও দুর্নীতি।

 

হিদায়া ২-৫৩৭, রদ্দুল মুহতার ৬-১৩৩, মাজমাউল আনহার ২-৩৭৮

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *