উত্তর: হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী নফল নামায দাঁড়িয়ে পড়লে পূর্ণ সাওয়াব পাওয়া যায়। আর বসে পড়লে প্রাপ্ত সাওয়াব অর্ধেক পাওয়া যায়। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে বিনা ওজরে নফল নামায বসে পড়া জায়েয হলেও সাওয়াব কম পাওয়া যায়। সহীহুল বুখারী ১/২৫০, আল ফিকহুল হানাফী ওয়া আদিল্লাতুহু ১/২৪০, ফাতাওয়ায়ে দারুল উলুম করাচি ২/২৩৫
Leave Your Comments