উত্তর :- বেতন যদিও কর্মরত দিনগুলোর উপর ভিত্তি করেই নির্ধারণ করা হয় কিন্তু ছুটির দিনগুলো উক্ত ব্যক্তির জন্য এক প্রকার ছাড় সাব্যস্ত হবে। ফলে উক্ত দিনগুলোর বেতন গ্রহণও তার বৈধ।
বিধায় প্রশ্নে বর্ণিত সুরতে মাদরাসা বা কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের জন্য ছুটির দিনগুলোর বেতন গ্রহণ বৈধ।
আল হেদায়া – ৩/৩১০। রদ্দুল মুহতার – ৪/৩৭৪। এমদাদুল ফাতাওয়া -৩/৩৪৮। ফাতাওয়ায়ে উসমানি – ৩/৩৬৬।
Leave Your Comments