উত্তর :- হজ আদায়ের সামর্থবান ব্যক্তি নিজের হজ আদয় না করে বদলী হজ আদয় করার দ্বারা বদলী হজই আদায় হবে। নিজের হজ আদায় হবে না। তবে এমন ব্যক্তি দ্বারা বদলী হজ করানো মাকরূহ।
রদ্দুল মুহতার – ২/৬০৩; আল বাহরুর রায়েক – ৩/১২২; ফাতাওয়া মাহমুদিয়া – ১০/৪০১; আহসানুল ফাতাওয়া – ৪/৫১২।
Leave Your Comments