প্রশ্ন:- কোন ব্যক্তি কাউকে ব্যভিচাররত অবস্থায় দেখে ফেলে আরো দুজনকে বলে দেয়। তাহলে তার উপর যিনার শাস্তি কার্যকর হবে কি না?

‍উত্তর : – শরীয়তের বিধানুযায়ী ব্যভিচার সাব্যস্ত হওয়ার জন্য প্রত্যক্ষ দর্শী চারজন পুরুষ সাক্ষ্য দিতে হবে।

তাই প্রশ্নোক্ত সুরতে একজনের দেখার দ্বারা যিনার দণ্ড প্রয়োগ করা যাবে না।

 

দুররুল মুখতার- ৪/৬/ ৬৩। আল বাহরুর রায়েক- ৫/৭। ফাতাওয়ায়ে কাজিখান – ৩/৩৪৬। ফাতাওয়ায়ে উসমানি – ৩/৫৩৮।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *