প্রশ্ন: কোন ব্যক্তি যদি মুখে তালাক শব্দ উচ্চারণ না করে তালাক নামায় স্বাক্ষর করে বা আঙুলের ছাপ দেয় এবং স্ত্রীর নিকট চিঠির মাধ্যমে বা ইমেইল করে পাঠায় তাহলে কি তালাক পতিত হবে?

উত্তর শরীয়তের মূল নীতি অনুযায়ী তালাক পতিত হওয়ার ক্ষেত্রে লিখিত ও মৌখিক তালাকের হুকুম এক ও অভিন্ন।সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যেহেতু তালাকনামায় দস্তখত বা আঙ্গুলের ছাপ দেওয়া হয়েছে অতএব তা দ্বারা তালাক পতিত হয়ে যাবে, স্ত্রীর কাছে পৌঁছা জরুরী নয়।

রদ্দুল মুখতার ৪/৪৪২, ফাতাওয়ায়ে তাতারখানিয়া ৪/৫২৮, ইমদাদুল ফাতাওয়া ২/৩৯৮

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *