উত্তর: শরয়ী দৃষ্টিতে কোরবানীর গোশত তিন ভাগ করে এক ভাগ সদকা, এক ভাগ আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের খাওয়ানো, আর এক ভাগ নিজে খাওয়া উত্তম বা মুস্তাহাব।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে কোরবানীর গোশত যতদিন ইচ্ছা রেখে খেতে পারবে। নির্দিষ্ট কোন সময়ের বাধ্য বাধকতা নেই।
আদ্দুররুল মুখতার ৯-৫৪১, বাহরুর রায়েক ৮-৩২৬, আপকে মাসায়েল আওর উনকা হল ৫-৪৬২
Leave Your Comments