প্রশ্ন:-কোরবানীর পশু জবাইয়ের আগে যাদের পক্ষ থেকে কোরবানী করা হচ্ছে তাদের নামের তালিকা পাঠ না করেই কোন ব্যক্তি ঐ পশুটিকে জবাই করে ফেলে । এক্ষেত্রে কি কোন সমস্যা হবে?

উত্তর:- কোরবানী সহীহ হওয়ার জন্য কোরবানী দাতাদের বিশুদ্ধ নিয়তই যথেষ্ট,অংশিদারদের নামের তালিকা উল্লেখ করে পাঠ করা জরুরী নয়। সুতরাং নাম উল্লেখ না করে জবাই করে ফেললেও কোন সমস্যা নাই। 

– হিদায়া ৪/৪৫১,ফাতওয়ায়ে তাতারখানিয়া ১৭/৪৪৬,ফাতওয়ায়ে দারুল উলুম ১৫/৪৮৪

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *