উত্তর: শরয়ী দৃষ্টিতে মহান আল্লাহ তায়ালার সত্তা ও গুণাবলী ব্যতীত অন্যকিছু দ্বারা কসম করলে কসম হবে না।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যেহেতু কুরআনের স্বীয় বানীগুলো মহান আল্লাহর গুণাবলীর অন্তর্ভূক্ত এবং বর্তমানে কুরআনের কসম খাওয়ার প্রচলনও রয়েছে। তাই খালেদ কসম ভঙ্গকারী হবে।
ফাতাওয়ায়ে হিন্দিয়া ২-৫৯, রদ্দুল মুহতার ৩-৭১২, ফাতাওয়ায়ে হাক্কানিয়া ৫-৩৪
Leave Your Comments