উত্তর:-শরয়ী মুলনীতি হল,অজু বা গোসলে ধৌত করা আবশ্যক এমন স্থানে পানি পৌঁছতে প্রতিবন্ধক কোন জিনিস থাকলে তা দূর করে সেখানে পৌঁছানো জরুরী। অন্যথায় অজু বা গোসল কোনটাই বিশুদ্ধ হবে না।
সুতরাং প্রশ্নেবর্ণিত খেজাব বা কলবের ক্ষেত্রেও দেখতে তা কেমন? মেহেদির মত হালকা নাকি ভারী,যা পানি পৌঁছতে প্রতিবন্ধক। যদি মেহেদির মত হালকা হয়,পানি পৌঁছতে প্রতিবন্ধক না হয় তাহলে তা সরানোর প্রয়োজন নেই।
আর যদি এমন মোটা /ভারি আবরণযুক্ত হয় যে পানি পৌঁছতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে অবশ্যই তা সড়িয়ে ফেলতে হবে।
তিরমিযী শরীফ,রদ্দুল মুহতার ৬/৭৫৫,ফাতওয়ায়ে হিন্দিয়া ১/৫৪, ফাতওয়ায়ে হক্কানিয়া ২/৫০২
Leave Your Comments