প্রশ্ন:- জনৈক ব্যক্তি কোরান হাতে এই মর্মে কসম করে যে – আমি তোমাকে বিয়া করব না। কিন্তু পিতা-মাতার চাপে তাকেই বিয়ে করতে বাধ্য হয়্ জানার বিষয় হলো, তার কসমের কি হবে?

উত্তর :- কোরান হাতে কসম করা বৈধ। তবে উহা ভঙ্গ করলে কাফফারা আদায় করা জরুরী্।

 

সুরা মায়েদা – ৮৯; বুখারী – ২/৯৯২; ফাতাওয়া শামি – ৩/৭১২; আল বাহরুর রায়েক – ৪/৪৭৩।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *