উত্তর: শরয়ী নীতিমালা অনুযায়ী দণ্ড কার্যকরের দায়ী নির্বাহী বিভাগের নির্বাহী বিভাগ দণ্ড কার্যকর প্রতিনিধি। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে জল্লাদ যদি দন্ড প্রয়োগের ক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবে ভুল করে তাহলে এর দায়ভার জল্লাদের উপর আসবে না বরং বায়তুলমাল ক্ষতিপূরণ দিয়ে দিবে।
আদ্দুররুল মুখতার মাআ রদ্দিল মুহতার ৫/৫২৮, মাজমাউল আনহার ২/৩৫৬, হেদায়া ২/৫২৬
Leave Your Comments