উত্তর:- ব্যবসার লাভ ক্ষতি বোঝেনা এমন নাবালেগ বাচ্চার ক্রয় বিক্রয় গ্রহণযোগ্য নয়। লাভ-ক্ষতি বুঝলে অভিভাবকের অনুমতি সাপেক্ষে বৈধ হবে।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে নাবালেগ বাচ্চা যদি লাভ ক্ষতি বোঝে এবং তার অভিভাবক অনুমতি দেয় তাহলে তার ক্রয় বিক্রয় বৈধ হবে। অন্যথায় বৈধ হবে না।
আল হিদায়া – ৩/৩৬২। আল বাহরুর রায়েক – ৮/১৯২। ফাতাওয়ায়ে হাক্কানিয়া- ৬/২৬।
Leave Your Comments