প্রশ্ন: বদলী হজকারীকে যদি প্রেরক সুনির্দিষ্টভাবে হজে তামাত্তু করার জন্য পাঠান কিন্তু তিনি হজ্জে ইফরাদ করেন, তাহলে তার হজ আদায় হবে কি না?


উত্তর: শরয়ী দৃষ্টিতে বদলী হজ আদায়কারী অবশ্যই তার মুআক্কেলের পুরাপুরি আনুগত্য করা জরুরী। শরীয়াহ বিধিবদ্ধ কাজে তাঁর বিরোধীতা করা উচিৎ নয়।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে বদলী হজ আদায়করীর জন্য তার মুয়াক্কেলের আদেশ অনুযায়ী হজ্জে তামাত্তু করাটাই আবশ্যক ছিল। বিপরীতে হজ্জে ইফরাদ করাটা উচিৎ হয়নি। তবে যেহেতু করেই ফেলেছে তাই গ্রহণযোগ্য মতানুযায়ী মুয়াক্কেলের হজ আদায় হয়ে যাবে।
ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ ১-৩৩২, আলফিকহ আলা মাজহাবিল আরবাআ ১-৫৩৬, ফাতাওয়ায়ে হাক্কানিয়্যাহ ৪-২৬১


উত্তর প্রদানে-মুফতী মুহা.শামছুদ্দোহা আশরাফী ,প্রিন্সিপাল ও প্রধান মুফতী-রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজদি ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *